২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ হতে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকল্প হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ ধামইরহাট উপজেলার দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির বার জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়, ধামইরহাট কর্তৃক আয়োজিত ট্যাব বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। উপজেলার মোট ২৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬২ জন ছাত্র-ছাত্রীদের হাতে পর্যায়ক্রমে এ উপহার তুলে দেয়া হবে। এভাবে সর্বমোট ২ লাখ ট্যাব বিতরণ করা হবে সারাদেশে।
জিএনআই: ৫২,১৮০,৮১০ মিলিয়ন টাকা (২০২৩-২০২৪), জিডিপি প্রবৃদ্ধির হার: ৪.২২% (২০২৩-২০২৪), গ্রামীণ মুদ্রাস্ফীতি: ৯.৪১% (মার্চ ২০২৫), নগর মুদ্রাস্ফীতি: ৯.৬৬% (মার্চ ২০২৫), মাথাপিছু আয়: ২,৭৩৮ মার্কিন ডলার (২০২৩-২০২৪), জিডিপি ৫০,০২৬,৫৩৭ মিলিয়ন টাকা (২০২৩-২০২৪), দ্বিতীয় প্রান্তিকে কিউজিডিপি প্রবৃদ্ধির হার: ৪.৪৮% (২০২৪-২০২৫p), মুদ্রাস্ফীতি: ৯.৩৫% (মার্চ ২০২৫), খাদ্য (জাতীয়): ৮.৯৩% (মার্চ ২০২৫), খাদ্য বহির্ভূত (জাতীয়): ৯.৭০% (মার্চ ২০২৫), মাথাপিছু আয়: ২,৭৮৪ মার্কিন ডলার (২০২৩-২০২৪পি)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস