Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত)। বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার জন (১ জানুয়ারি, ২০২৪ তারিখে, সূত্র: এসভিআরএস ২০২৩) । জনসংখ্যার ঘনত্ব ১১৭১ (প্রতি বর্গকিলোমিটার-২০২৩, সূত্র: এসভিআরএস ২০২৩)। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩ (২০২৩)। জনসংখ্যা বৃদ্ধির হার ০.৬৯ (২০২৩) । খানার আকার ৪.২ জন (২০২৩) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী×১০০) ৯৬.৩ ; স্থূল জন্মহার ১৯.৪; স্থূল মৃত্যুহার ৬.১ (২০২৩) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৩ বছর (২০২৩) । সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) – ৭৭.৯% (২০২৩) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৮.২ (প্রতি হাজারে- ২০২৩) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৫৮ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৫৩% । মূল্যস্ফীতি ৯.৭৪% (এপ্রিল ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৯% (২০২৩) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪৫.৭% (২০২৩) । মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে- ২০২৩)। জিডিপি – ৩২,১০৪ বিলিয়ন টাকা (২০২২-২৩)। জিডিপি প্রবৃদ্ধির হার – ৫.৭৮% (২০২২-২৩) । জিএনআই – ৪৬,৭০১ বিলিয়ন টাকা (২০২২-২৩) । মাথাপিছু আয়– ২,৭৩,৩৬০ টাকা। সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩।



শিরোনাম
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়, ধামইরহাট কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ ।
বিস্তারিত

২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ হতে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকল্প হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ ধামইরহাট উপজেলার দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির বার জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়, ধামইরহাট কর্তৃক আয়োজিত ট্যাব বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। উপজেলার মোট ২৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬২ জন ছাত্র-ছাত্রীদের হাতে পর্যায়ক্রমে এ উপহার তুলে দেয়া হবে। এভাবে সর্বমোট ২ লাখ ট্যাব বিতরণ করা হবে সারাদেশে।  

ডাউনলোড
প্রকাশের তারিখ
27/03/2023
আর্কাইভ তারিখ
31/12/2023