Wellcome to National Portal
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত)। বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার জন (১ জানুয়ারি, ২০২৪ তারিখে, সূত্র: এসভিআরএস ২০২৩) । জনসংখ্যার ঘনত্ব ১১৭১ (প্রতি বর্গকিলোমিটার-২০২৩, সূত্র: এসভিআরএস ২০২৩)। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩ (২০২৩)। জনসংখ্যা বৃদ্ধির হার ০.৬৯ (২০২৩) । খানার আকার ৪.২ জন (২০২৩) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী×১০০) ৯৬.৩ ; স্থূল জন্মহার ১৯.৪; স্থূল মৃত্যুহার ৬.১ (২০২৩) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৩ বছর (২০২৩) । সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) – ৭৭.৯% (২০২৩) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৮.২ (প্রতি হাজারে- ২০২৩) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৫৮ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৫৩% । মূল্যস্ফীতি ৯.৭৪% (এপ্রিল ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৯% (২০২৩) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪৫.৭% (২০২৩) । মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে- ২০২৩)। জিডিপি – ৩২,১০৪ বিলিয়ন টাকা (২০২২-২৩)। জিডিপি প্রবৃদ্ধির হার – ৫.৭৮% (২০২২-২৩) । জিএনআই – ৪৬,৭০১ বিলিয়ন টাকা (২০২২-২৩) । মাথাপিছু আয়– ২,৭৩,৩৬০ টাকা। সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩।



Title
Tab distribution among meritorious students by BBS.
Details

২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ হতে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকল্প হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরুপ ধামইরহাট উপজেলার দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির বার জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়, ধামইরহাট কর্তৃক আয়োজিত ট্যাব বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। উপজেলার মোট ২৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬২ জন ছাত্র-ছাত্রীদের হাতে পর্যায়ক্রমে এ উপহার তুলে দেয়া হবে। এভাবে সর্বমোট ২ লাখ ট্যাব বিতরণ করা হবে সারাদেশে।  

Attachments
Publish Date
27/03/2023
Archieve Date
31/12/2023