Wellcome to National Portal
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত)। বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার জন (১ জানুয়ারি, ২০২৪ তারিখে, সূত্র: এসভিআরএস ২০২৩) । জনসংখ্যার ঘনত্ব ১১৭১ (প্রতি বর্গকিলোমিটার-২০২৩, সূত্র: এসভিআরএস ২০২৩)। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩ (২০২৩)। জনসংখ্যা বৃদ্ধির হার ০.৬৯ (২০২৩) । খানার আকার ৪.২ জন (২০২৩) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী×১০০) ৯৬.৩ ; স্থূল জন্মহার ১৯.৪; স্থূল মৃত্যুহার ৬.১ (২০২৩) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৩ বছর (২০২৩) । সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) – ৭৭.৯% (২০২৩) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৮.২ (প্রতি হাজারে- ২০২৩) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৫৮ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৫৩% । মূল্যস্ফীতি ৯.৭৪% (এপ্রিল ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৯% (২০২৩) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪৫.৭% (২০২৩) । মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে- ২০২৩)। জিডিপি – ৩২,১০৪ বিলিয়ন টাকা (২০২২-২৩)। জিডিপি প্রবৃদ্ধির হার – ৫.৭৮% (২০২২-২৩) । জিএনআই – ৪৬,৭০১ বিলিয়ন টাকা (২০২২-২৩) । মাথাপিছু আয়– ২,৭৩,৩৬০ টাকা। সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩।



কী সেবা কীভাবে পাবেন

শুধু সরকারী কাজে জনস্বার্থে নিম্ন বনিত তথ্য সংগ্রহ ও প্রদান করা হয়।

১) প্রশাসন, ২। হিসাব, ৩। কৃষি, ৪। অকৃষি, ৫। বিবিধ

কৃষি ‍ঃ  ১। দাগগুচ্ছ জরিপ।

       ২। প্রধান ও অপ্রধান ফসলের আনুমানিক হিসাব।

       ৩। প্রধান প্রধান ফসলের কর্তনের মাধ্যমে  উৎপাদন নিরুপন

       ৪। প্রধান প্রধান ফসলের মুল্য উৎপাদন জরিপ।

অকৃষি ‍ঃ ১। এম,এস,ভি,আর, এস, বি এর মাধ্যমে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক/পৃথক বাস, আগমন,        বহিরগমন, জন্ম নিয়ন্ত্রন, প্রতিবন্ধী, মা ও শিশু পুষ্টি, মাতৃত্ব কালীন মৃত্যুর হার, স্যানিটেশন,     পানি সরবরাহের উৎস্ জ্বালানীর উৎস্ বিদ্যৎসরবরাহের হার নিরুপন সহ বিভিন্ন প্রকার   তথ্য সংগ্রহ ও সরবরাহ করা হয়।

       ২। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার  বাজেট সংগ্রহ ও সরবরাহ

       ৩। সরকারী ও বেসরকারী অফিস, ব্যাক, বীমা, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গীর্জা, ঈদগাহ, কবরস্থান, খেলার মাঠ এর সংখ্যা ও আয়তন নিরুপনের তথ্য সংগ্রহ ও      সরবরাহ করা হয়।

       ৪।হাট/বাজার, রাস্তা/ঘাট, নদী, বন ইত্যাদির সংখ্যা ও আয়তন নিরুপনের তথ্য সংগ্রহ ও   সরবরাহ করা হয়।

৫। বিবিধ ‍ঃ ১। আদমশুমারী, ২। কৃষি শুমারী, ৩। অর্থনেতিক শুমারী, ৪। শিল্পশুমারীসহ নানাবিধ জরিপ কার্যক্রমের তথ্য সংগ্রহ ও সরবরাহ করা হয়।